STORYMIRROR

Saibal Ray

Abstract Inspirational

3  

Saibal Ray

Abstract Inspirational

জীবন

জীবন

1 min
210

জীবন বাজে গগন মাঝে। 

গানে গানে স্বপ্ন। 

শহর ছেড়ে গ্রামের পানে। 

মাঠে সোনালী রত্ন। 

মাটির গন্ধে বৃষ্টি মেখে

চান করি চল। 

বকুলতলায় বকুলগন্ধে

বাজুক কোলাহল। 

অনেকদিন হয় না লেখা। 

কাব্য নিয়েছে ছুটি।

জীবনযুদ্ধে হারিয়ে গেছে

আকড়ে থাকা খুঁটি। 

স্পষ্ট করে কষ্টকথা

যায় না আর বলা। 

ঘুরপাক খায় মনের ব্যথা। 

জীবন উতলা। 

স্বপ্ন দুঃস্বপ্নে আজ

ভারাক্রান্ত মন। 

দুঃখ সুখের কোলাহলে

ব্যস্ত এ জীবন। 

মরণ আসে জীবন বাঁচে

তবু নতুন করে। 

হোঁচট খেতে খেতে সে

যায় দূরে সরে। 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract