ঝুল বারান্দা
ঝুল বারান্দা


ব্যালকনিতে কিছুক্ষণের আবাসিক,
খাঁচাবন্দী জীবনে মুক্তির শ্বাস।
নিজেকে আড়াল করার একান্ত আপন স্থল।
দ্বেষ আর হানাদারের উপদ্রব কম,
হাত বাড়ালেই উন্মুক্ত স্পর্শ অনুভূতি।
বন্ধ্যাকরণ তো অনেক হলো লাশকাটা ঘরে!
চুলচেরা বিশ্লেষণের আঙিনায় ভালোবাসাটাই অপ্রতুল,
মঞ্চাভিনয়ের শেষাংশে অভিনেতা হ'য়ে কী লাভ?
চাওয়া-পাওয়ার লভ্যাংশ চার দেওয়ালে আবদ্ধ থাকে না,
থাকে উন্মুক্ত গগনের উদ্ভাসিত হৃদয়ে –
আকাশের নীচে তারারা জাজ্জ্বল্যমান,
চন্দ্রিমার রূপে চিন্ময়ী আলোকচ্ছটা,
আলোকিত করি আমিত্বকে বিচ্ছিন্ন হ'য়ে।