STORYMIRROR

Saibal Ray

Abstract Fantasy Inspirational

5.0  

Saibal Ray

Abstract Fantasy Inspirational

ঝলমল

ঝলমল

1 min
154

এই কথা, সেই কথা। 

কথার পিঠে আরও কথা। 

চাওয়া পাওয়ার হিসেব শেষে

ঘটনার ঘনঘটা। 

প্রাণে ক্ষেদ, নেই জেদ। 

স্বপ্নের কাঁথায় ছেদ। 

জীবনের আকাশে আজ

 কালো মেঘের ঘন মেদ। 

রোজকার আসা যাওয়া। 

জানালায় খেলে হাওয়া। 

জীবনের মাঝপথে 

অভিমান খুঁজে পাওয়া। 

চল পথিক আরও যাই। 

মন বলে আরও চাই। 

বর্ষার ভিজে হাওয়ায়

কৈশোর খুঁজে পাই। 

এই মান কার দান? 

কোথায় তার সন্ধান? 

দু:খ সুখের বাগান মাঝে 

হঠাৎ মেলে সম্মান। 

কোলাহল, দলবদল। 

তবু তারা উজ্জ্বল। 

মেঘ কেটে উঁকি দেয়। 

রাত আবার ঝলমল। 

       


Rate this content
Log in

Similar bengali poem from Abstract