ঝাপসা জগৎ
ঝাপসা জগৎ


আকাশে জমাট কালো মেঘের দেখা,
দিনের আলোয় নেই কোনো উজ্জ্বলতা,
লজ্জাবতী খোলা আকাশের মাঝে,
মুখোশের আড়ালে কামার্ততা!
সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে বাঘনখ,
মাস্ক পরে অস্ত্রোপচার হাসপাতালে!
এভাবেই ঝাপসা হয়েছে বহু নারীর স্বপ্ন,
অবশেষে অপাংক্তেয় স্থান আস্তাকুঁড়ে।
ভাঙা বেড়ায় ভেসে বেড়ায় উত্তপ্ত লাভা,
দহনে জ্বলছে নারীর স্বপ্ন অগোচরে,
প্রতীক্ষারত এক পশলা স্বচ্ছ বৃষ্টির,
চাঁদের কলঙ্ক যদি মুক্তির স্বাদ পায়!