STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

ঝালমুড়ি ও বন্ধুরা

ঝালমুড়ি ও বন্ধুরা

1 min
237


খাবে বন্ধুরা ঝালমুড়ি...ঝাল

টাটকা ধনেপাতা পেঁয়াজ ।

কই গো বন্ধুরা খাবে ঝালমুড়ি...ঝাল ?

নিজের ক্ষেতের চালে

মায়ের হাতে কাঠের উনুনে ভাজা

মচমচে মুড়ি

লঙ্কার গুঁড়োতে মাখা চানাচুরের পাবে না কোথাও জুড়ি ।


খাবে বন্ধুরা ঝালমুড়ি...ঝাল

টাটকা ধনেপাতা পিয়াজ ।

কই গো বন্ধুরা খাবে ঝালমুড়ি...ঝাল ?


সংসারে আমাদের অনেক অভাব

ধর্মঘটের আগুনে পুড়ে বাবা হয়েছে কাবাব

বাবার বেডের পাশে মায়ের করুণ আর্তনাদ

ভাই - বোনেরা বস্তিতে বসে করে ফরিয়াদ ।

বড়ই করুণ! অবস্থা বেহাল

খাবে বন্ধুরা ঝালমুড়ি...ঝাল ?

রোজ খালি হাতে বাড়ি ফেরা

বাড়ির লোকেরা করে জেরা

>কাজের জন্য সারাদিন ছুটেছি রাজনীতির পিছে

আধ পেট খেয়ে বন্ধুদের সাথে রাজপথে দাঁড়ানো নয় মিছে,

তোমরা কি মানুষ ? বন্ধু ! মানবসৃষ্ট নকল আকাল


খাবে ঝালমুড়ি...ঝাল ?

মা এখন আমার কাজের মাসী 


আমার নেই আর কাজ । তবু তোমরা তো ধোয়া তুলসী  

আমরা থাকি বস্তির বাড়ি

পাশে দেখি অট্টালিকা সারে সারে 

আমার বয়সী ছেলে মায়ের পাশেতে বসে

যায় দেখি গাড়ি চড়ে ।

জন্মের সাথে এনেছি — আমার পোড়া কপাল


খাবে ঝালমুড়ি...ঝাল ?

হায় ! দেবাদিদেব মহাকাল--

মানুষের তৈরী সভ্যতার মানে আজ

মানুষেরা বুঝি মহাজঞ্জাল ।

খাবে বন্ধুরা ঝালমুড়ি......ঝাল ?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract