“জাস্ট” আনমনা
“জাস্ট” আনমনা
এলোমেলো চুল শহর জুড়ে,
পরিচয় খোঁজে একাকী মানুষ;
গন্ধে ভাসে বারুদ কালো,
আকাশের কোলে ঝিমন্ত ফানুস|
পুরোনো চিঠি উড়ে আসে,
স্মৃতির ভিড়ে মনের আঙিনায়;
শান্ত হাওয়ায় শব্দ ভাসে,
কাঁচা কবিতা মাটিতে লুটায়|
বাঁকা তুমি “জাস্ট” আলগোছে,
আয়না চোখে খেয়ালি মন;
স্বপ্নের বীজ ব্যর্থ বুকে,
আনমনা হয়ে কাটাই জীবন|
তানপুরা বাজে বৃদ্ধ তারে,
মরুভুমি বুকে মরীচিকা নাচে;
ছায়ার ছবি আলো-আঁধারে,
উহ্য পরিচয় ধূসর কাঁচে|
সমস্ত ঠোঁট শব্দে বাঁধা,
একই মুখোশ সবার মুখে;
মনের মধ্যে জমেছে ধাঁধা,
মৃত সবাই আনমনা "লুক"-এ|

