ইকারাস
ইকারাস
ভুল ছিল না সেই স্বপ্নের তর্জমা,
চেয়েছিল সে মুক্তির আলো ছুঁতে।
বাস্তবের এই গোলকধাঁধা পেরিয়ে
চেয়েছিল জীবনযুদ্ধ জিতে নিতে।
দুঃখটা তার পড়তে পারেনা কেউ!
ব্যস্ত শহর-মানুষ-অজুহাতে–
দুচোখ জুড়ে আকাশ আঁকে সে,
আর, বালিশ জুড়ে জলের গল্প পাতে।
হঠাৎ একদিন স্বপ্নডানা নিয়ে
নিল সে উড়ান মুক্তির সুরে সুরে।
অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই
অজুহাতের পাহাড় জমা শহরে।
জানতো না সে ছুঁতে চাইলে আলো
বারেবারে পুড়ে যেতে হয় উত্তাপে।
স্বপ্ন, সেতো আগুন ছোঁয়ার মতোই
জীবনের ভীড় শুধু দাবানল মাপে!
দুঃখটা তার পড়তে পারেনি কেউ
সেই স্বপ্নডানাও পুড়ল মোমের মতো!
ছুঁতে পারে নি সে আর মুক্তি-আলো
জলের অতলে দগদগে তার ক্ষত।
এ শহর বুঝি দুঃখ পড়তে পারে না
জীবাশ্ম হয় স্বপ্নডানার ইতিহাস।
তবু মুক্তির আলো ছুঁতে চেয়ে রোজই
যুদ্ধ করে মধ্যবিত্ত 'ইকারাস'...
