একলা আমি
একলা আমি
ইচ্ছেমুঠোয় বাতাসঝালর রোদ এঁকে যায়।
বইয়ের ভাঁজে যত্নে রাখা দুপুরগুলো।
অগোছালো ঘর, খোলা চুল, আর একলা আমি,
জানলা জুড়ে ধরা দেয় ডাকনাম তুলো তুলো।
হাতড়ে বেড়ায় কথার বৃত্ত পরিযায়ী সুখ।
গোপন সোহাগ সাজিয়ে রাখা ব্যালকনিতে।
ডায়েরির পাতা হারিয়েছে কবে খড়কুটো মন।
ভাঙনের রেখা বেড়ে চলে খেলার হারজিতে।
খেলার শেষে অচেনা সে পথ অচেনা দুজন।
ঝাপসা হয় কাজলরেখায় রাত বেনামী।
অপরিচিতের তকমা আঁটা গল্প নিয়ে,
ভালোই আছি নিজের মতো, একলা আমি।
