STORYMIRROR

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Others

5  

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Others

একলা আমি

একলা আমি

1 min
700

ইচ্ছেমুঠোয় বাতাসঝালর রোদ এঁকে যায়।

ব‌ইয়ের ভাঁজে যত্নে রাখা দুপুরগুলো।

অগোছালো ঘর, খোলা চুল, আর একলা আমি,

জানলা জুড়ে ধরা দেয় ডাকনাম তুলো তুলো।


হাতড়ে বেড়ায় কথার বৃত্ত পরিযায়ী সুখ।

গোপন সোহাগ সাজিয়ে রাখা ব্যালকনিতে। 

ডায়েরির পাতা হারিয়েছে কবে খড়কুটো মন।

ভাঙনের রেখা বেড়ে চলে খেলার হারজিতে।


খেলার শেষে অচেনা সে পথ অচেনা দুজন।

ঝাপসা হয় কাজলরেখায় রাত বেনামী। 

অপরিচিতের তকমা আঁটা গল্প নিয়ে,

ভালোই আছি নিজের মতো, একলা আমি।


ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

More bengali poem from উত্তীয় চ্যাটার্জ্জী

Similar bengali poem from Abstract