দলছুট
দলছুট
প্রিয়,
মৃত বিকেল থেকে যায় তোমার ছেড়ে আসা গল্প জুড়ে,
কৃষ্ণচূড়া আর খোঁজ নেয় না কেমন আছি।
আরও একটা বিবর্ণ দিন পড়ে থাকে দলছুট হয়ে–
আলাপেরা আর ভীড় জমায় না রিংটোনে।
আর আমি মুহূর্ত সাজাই ভালো থাকার চিত্রনাট্যে,
বিষাদেরা ভীড় করে আসে ধীরে ধীরে, চোখ ভারী হয়,
আর আমি ততই তুখোড় হই অভিনয়ে অভিনয়ে...