STORYMIRROR

Priyanka Bhuiya

Abstract

2  

Priyanka Bhuiya

Abstract

ইচ্ছেনদীর আস্কারা

ইচ্ছেনদীর আস্কারা

1 min
300


তোমায় ঘিরে টুকরো স্বপ্নদের ভিড় ছিল যত,

তাদের তুমি অনায়াসে দিয়েছ আখ্যা 'অলীক';

নিজেকে গুছিয়ে নিয়েছ ঠিক নিজেরই মতো,

অগোছালো ছিলাম আমি, হয়তো তুমিই ঠিক।


তবু আজও অলক্ষ্য ফল্গুধারায় নীরবে ভেজে

আনমনা হৃদয় ঘরের একলা উদাসীন প্রান্তর,

অবাধ্য এই মনের গহনে পুরোনো অভ্যেসরা

বেলাশেষে হয়তো বা সেই তোমারই নামান্তর।


লুকিয়ে রাখা একরাশ অনাদরের অভিযোগে

মেঘের মাঝে ছাইরঙা অভিমান লেগে আছে;

চুপকথারা ঝরুক আবার বৃষ্টিমাখা অনুরাগে,

জেনে রেখো, ইচ্ছেনদীরা আস্কারাতেই বাঁচে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract