ইচ্ছে উড়ান
ইচ্ছে উড়ান
🥀ইচ্ছে উড়ান 🥀
ভালোবাসা ভালোলাগা এই শব্দগুলো চিরন্তন হলেও
কেমন যেন পুরনো হয়ে উঠেছে একটু ঘোলাটে
ধুলোর আস্তরণ জমলে যেমনটা হয়,,,,
তবুও তোমায় বলতে চাওয়া শব্দগুলো প্রস্তুত করে
একেকটি ভালোবাসার কবিতা প্রেমের কবিতা।
অনুভূতির বুদবুদ গুলিতে তোমার প্রতিচ্ছবি
ছলকে ওঠে,,,
পার ভেঙে ধেয়ে আসে আঁধারের আবরন টুকরো গুলো
জীবন সুন্দর করে তুলবে এমন এক প্রেম জ্যোতি।
তোমায় ভালোবাসি বলে জড়িয়ে ধরি
ভেজা শীতলপাটিতে নিথর হয়ে পড়ে থাকা তুমিকে,,
নীরবতার কাণ্ড মেলে ধরা রাতের ঘরে
তোমার উপস্থিতির টের পাই,,,
তুমি আছো বলেই হয়তো এখনো আমার হৃদযন্ত্র চলছে
নিঃশ্বাস পরে এখনো,,,
তুমি অবিহনে এখন জীবন যৌবনের প্রশ্ন উঠে না
শুধু প্রতিশ্রুতিতে বন্দী হয়ে থাকা সময়গুলোকে
মুক্ত আকাশে উড়িয়ে দিতে চাই।।
©Sipra Debnath Tultul.

