STORYMIRROR

Atrayee Sarkar

Romance Others

3  

Atrayee Sarkar

Romance Others

হৃদয় মাঝে হৃদয়

হৃদয় মাঝে হৃদয়

1 min
239

হৃদয় দিয়ে ভালোবেসে

আমি তোমার সাথে ছিলাম

মনের মধ্যে তোমায় আমি আগলে রেখেছিলাম

পাছে তুমি আমায় ছেড়ে অন্য কোথাও চলে যাও

তোমায় ছাড়া আমার পক্ষে যে বাঁচাই অসম্ভব

মনটা আমার তোমার কথা ভেবেই চলে যায়

মনকে আমি যতই বোঝাই

ও বুঝতে চায় না কিছুতেই

তোমার মধ্যে আমি ছিলাম আমার মধ্যে তুমি

হৃদয়ের সাথে হৃদয় এতোই জুরে গেছিল

ভালোবাসা যে কখন আসে কখন চলে যায়

সেকথা কি কোনোদিনও বুঝতে পারা যায়??

তুমি ছিলে আমার জীবন আর আমি তোমার জীবন

এই কথাটা সমাজ বুঝতেও পারলো না

আমি হিন্দু,,,, তুমি মুসলিম

এটাই ছিল দোষ

আমরা যে দুটো মানুষ

তা ভেবেও দেখল না কেউ

হৃদয়টা আমার কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছিল

ঝর্ণার মতন চোখ দিয়ে অশ্রু বয়ে চলেছিল

যখন তোমার সাথে আমায় সমাজ আলাদাই করেদিল

তোমার মন যে আমার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছিল

তোমায় দেখেই আমি সেটা বুঝতে পেরেছিলাম

একাই আছি আমি এখনো

হইনি কারো আর

ভালোবাসাকে ভোলা যে একেবারেই অসম্ভব ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance