হীনমন্যতা
হীনমন্যতা
কবিতা আমার, মনে আসে যখন শখ হয় ,
কবিতা আমার, নিজের আত্মপরিচয় ।
কবিতা আমার, ভিতরের দূরদৃষ্টি,
কবিতা আমার, ভিতর স্পর্ধা করে সৃষ্টি।
কবিতা আমার, মুখের প্রকাশিত রূঢ়তা ,
কবিতা আমার, মনের স্বাধীন মুক্ত উদারতা।
কবিতা আমার, নিঃসঙ্গ একাকীত্বের মুহুর্তগুলো,
কবিতা আমার, নিজের মনের কষ্টের দিনগুলো।
কবিতা আমার, হৃদয়ে আনে সানাইয়ের সুর,
কবিতা আমার,চলার সঙ্গী হয়ে চলে বহুদুর।
কবিতা আমার, জীবন আঁধারে জোনাকির আলো,
কবিতা আমার, পূর্ণিমার চাঁদে কলঙ্কের কালো।
কবিতা আমার, দৃষ্টিহীনের অন্তরের দৃষ্টি,
কবিতা আমার, দুর্বলের হৃদয়ে করে সাহস সৃষ্টি।
কবিতা আমার, দাম্ভিকতার অহংকার করে পতন,
কবিতা আমার, প্রতিবাদী ভাষা শোষনের শাসন।
কবিতা আমার, সুখের মাঝে ঝরায় কান্নার বৃষ্টি,
কবিতা আমার, শূন্য হৃদয়ে করে হীনমন্যতার সৃষ্টি।
