হব অনন্ত মহাসঙ্গমে
হব অনন্ত মহাসঙ্গমে
আকাশের বুকে কান পেতে
আমি শুনেছি তোমার গান
তারাদের পানে চেয়ে থেকে
কাটায়েছি নিশিকাল
বাদলের সাথে সখ্যতা গড়ি
করিতে সাগরে আলিঙ্গন
মহীরুহ হয়ে তাকায়ে থাকি
দেখিতে তোমার নয়ন
বায়ু হয়ে ধাই উদ্বিগ্ন মনে
ধরিতে তোমার আঁচল
উল্কা হয়ে খুঁজে বেড়াই
কোথায় তোমার মহল
হারায়েছি সব বাসনা আমার
যা ছিল দেহ কাননে
মরমে কাঁদিয়া শরমে মরিয়া
বিচলিত প্রাণে
এসেছি তোমার শরণে
আশা আমার ব্যথা আমার
মিটিবে তোমার মিলনে
তুমি যদি নাও কাছে টেনে
হব অনন্ত মহাসঙ্গমে
