STORYMIRROR

Smarajit Datta

Abstract Inspirational

4  

Smarajit Datta

Abstract Inspirational

হায়রে মোর শাসক

হায়রে মোর শাসক

1 min
406


হাসছি আমি, হাসছো তুমি

তবু বুঝছে কি তারা!

তাদের কাজ তারাই করবে

হাসবো কেবল আমরা।


এমনভাবেই এই জগৎ চলে

আমরা কেবলই বোকা।

পাঁচটা বছর ঘুরে এলে আবার,

আমরা তাদেরই দেব জায়গা।


মাঝে মাঝে হয় না মনে!

রাজার শাসন ছিলই বেশ।

পাবো কি তা আবার ফিরে

নাকি কল্পনাতেই হবে শেষ।


ইতিহাস তো মিথ্যা কয় না,

আর তা যদি হয় সত্যি।

তবে আবার ফিরে আসবে সে রাজ্য,

না দেখলাম আমরা তাতেই বা কি!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract