Piyanki Mukherjee

Abstract Romance


3  

Piyanki Mukherjee

Abstract Romance


গর্ভমাস

গর্ভমাস

2 mins 161 2 mins 161


গর্ভবতী একটা ঋতুমাস বসত করে আমার যাপনকালে 

শান্ত অথচ দৃপ্ত , ক্রমবর্ধমান পারদীয় উত্তাপ তার সকাল রঙে; অথচ ভিতরঘরে যার অদৃশ্যত নরম নদী 

 

আমি তাকে বলি "বিয়োনোর দিনে তোমার পেটে মেঘ জমুক কন্যে "আমার একটা খরা আছে 

খড়কুটোর দেহে আগুন জ্বেলে শূন্যদুপুরে বসে থাকি একা 

খালিপায়ে ওর তপ্তবুকে হাঁটি । তৃপ্তি গিলি ঢকঢক করে ।  

 

পথিক জানতে চাইলে বলি "প্রেমিকের শত্রুভস্ম করার জন্য যাবতীয় এ আয়োজন "একটা পোড়া বিকেলও আছে আমার , হলুদ নাম দিয়েছি 

সন্ন্যাসী সেজে মৌনতার মুখে একমুঠো জ্বলন্ত ছাই ছুঁড়ে ...

বাবাকে শ্মশানে পুড়িয়ে এসে প্রথম যেদিন উত্তর চাইলাম 


সেদিন গ্রীষ্ম বলেছিল " নির্ভরতা বেচে দাও "গোধূলিটা আজও আছে কিন্তু ধুলো ওড়ে না আর এখন  

আমেরবোল সন্ধ্যাপ্রদীপের শরীর ঢেকে দেয় 

খাঁ খাঁ ঠাকুরদালানের শীতলতাটুকু মুঠোয় ভরি  


ইচ্ছে করে সেবায়েতকে বলি , " আমায় পাথরমূর্তি করে দিতে পারো ? "দুঃখপোষা একটা প্রলেপী রাতও আমার আছে 

চৌচির মাটি শুঁকে কৃষকের ফসলী হাহাকার মেশে যেখানে 

যেখানে প্রসব উৎসব উজ্জাপিত হয় সমাবর্তনে 


রুদ্রের দৈববাণী শোনা যায় , "এসো তপস্বী সন্তানবৃষ্টি বেড়ে দিই তোমার পাতে"।
Rate this content
Log in

More bengali poem from Piyanki Mukherjee

Similar bengali poem from Abstract