STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

4  

Manab Mondal

Abstract Inspirational

গ্রাম শহর

গ্রাম শহর

1 min
325

জমানো আছে বুকের ভিতরে এখনো কত স্মৃতি

হৃদয় দিয়ে পরবে কি নিতে তার অনুভূতি?

লোটা হতো ঝড়ে ,আমবাগানে সব আম

শহুরে ছেলেবেলার ছুটিকাটানো জায়গা গ্রাম ;

শহুরে ছেলের গ্রামের ছেলের সাথে হয়নি কখনো বন্ধত্ব ,

জানি কেন রেয়ে গেছে আজো শ্রমিক কৃষক এর একই দূরত্ব ।

গ্রাম মানুষ ভাবে শুধু শহরে নেই কোন খিদে,

ভুলে যায় ওরা আঁধার হলে শহরটাও কখনো কখনো কাঁদে

গ্রামের পথে ঘাটে এখনো কি তারা পিছন-পিছনে হাঁটে

আঁধারে হলে যাদের নাম নেবে না তোমারা মোটে।

শহরে হয়তো কোনদিনও পাত্তা পাবেনা তারা।

শহর কিন্তু না খেয়ে থাকে কখনো কখনো কারণ এখানে থাকে সর্বহারা।

গ্রামে সিঁধ কাটে চোর আজ এসেছে শহরে,

কোম্পানি গুলো সব লুট করে ফন্দী ফিকির করে।

শহরে নানান রূপের বাহারে গ্রাম অন্তরে হতাশা বাসা করে

শহর কিন্তু শ্বাস নিতে চায় গ্রামে গিয়ে বুক ভরে।

যেটুক জমানো স্মৃতি আছে শহরে বুকের ভিতরে,

তাই দিয়ে শহর কখনো কখনো ভালবাসে গ্রামটারে।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



Rate this content
Log in

Similar bengali poem from Abstract