গোচরে কিংবা অগোচরে
গোচরে কিংবা অগোচরে


কানে কানে এটুকু বলার সময় এসেছে --
বারবার ক্ষতের নীচে ফুরিয়ে যাওয়া দিন
গর্ভের ভিতরের শুকনো শীতল আত্মা,
জলের জন্যই খুঁজে ফেরে
"শহর,নদী, নালা, গোধূলি, যৌবনের শরীর"....
ধর্মের নামে ওই অভাবী কুলদেবতা,
অভিমান খেয়ে যাওয়া প্রেমিকের দল,
প্রেমিকার নগ্নতার অচিরে গান্ডিব ধ্বনি...
সব ছেড়ে সব ছেড়ে
এইটুকু কানে কানে বলার সময় এসেছে--
"ভ্রূণ কোনো শরীরের নয়,
গোটা সমাজটাই একটা ভ্রুণের অংশ !!"