গঙ্গাসাগর স্নান ৩
গঙ্গাসাগর স্নান ৩
কোথায় পুণ্য ভূমি, কোথাও বা শুষ্ক
সময় যায়, দূষিত হয় আঁধার
রাত্রিরা কালো হয়, কালো হয় শুচি
ধীরে ধীরে সম্মিলিত হয় যত
সাধু, সাধুবাদ
গঙ্গাও ফিরে আসে স্রোতে,
ফিরে আসে সাগরের কাছে।
মানুষ কেবল তীর্থযাত্রী,
শুচি ওই যেটুকু- তা তো শরীরের,
আর অন্তর, সে তো শুধু অন্তঃসারশূন্য ।।