ঘর-দুয়ার
ঘর-দুয়ার


উন্নতির সিঁড়ি ধরে ধরে উপরে ওঠে যাও,
সময়ের উজানে লড়ে লড়ে ওঠে যাও,
নিজের সাফল্য নিজের হাতে লুফে নাও ।
তোমার সৌভাগ্য সুসমৃদ্ধি
জীবনের সংগ্রাম উৎরে
তোমার ধকল ফসলসিদ্ধি
বাস্তবের দুর্যোগ নিংড়ে ।
সময়সুখ্যাত দিনের ধারাপাতে,
যদি, ভুলে যাও
যতটা উপরে গর্বের অহংবাদ
ততটা নীচে নামার স্থিতির অপবাদ;
তবে পারবেনা ফিরিয়ে নিতে মর্যাদার আলোয়
কোনদিন তোমার অন্ন মুখর ঘর-দুয়ার ।