STORYMIRROR

Sunanda Chakraborty

Abstract Inspirational Others

3  

Sunanda Chakraborty

Abstract Inspirational Others

এলোমেলো

এলোমেলো

1 min
187


চিন্তাগুলো সবই এলোমেলো,

গুড়িয়ে যাচ্ছে সাজানো স্বপ্নগুলো ।

ফিরে পাওয়ার একান্ত ইচ্ছা,

তিলে তিলে বাড়িয়ে দিয়ে ঘায়ের আঘাত ।

পথগুলো সব ধোঁয়াশা মাখা,

অন্ধ হয়েও অন্ধকারে খুঁজছি লাঠি ।

প্রতিমুহূর্তে বেঁচে থাকাটাই কষ্টের মনে হচ্ছে ,

তবু যেন বাঁচার সাহস বাড়াতে বলছে আশাবাদী আত্মা ।

চেষ্টা করলে নাকি উপায় আসে,

সব চেষ্টার শেষে আমি এখনও নিঃস্ব ।

আছে কি কোনো জাদুকাঠি যা দিয়ে খোঁজা যাবে পথ ,

কিম্বা শক্ত হোক আমার দুটি পা ।

পথের দুপাশে ধুলো মাখা ধূসর পাতা,

ছিনিয়ে নেয় স্পষ্ট দেখার দৃষ্টি ।

মাঝে মাঝে ভাবি আমি পরিস্থিতির স্বীকার নাকি পরিস্থিতি আমার ! 

বিশ্বাসের ঘরে তালা দিয়ে বসে থাকবো ভাবি,

যত্নের অভাবে মর্চে লেগেছে তাতে ।

হৃদয়ের প্রতিধ্বনি ধীরে ধীরে ওঠে,

বুঝিনা স্তম্ভিত হয়ে গেলাম কিনা এক টুকরো প্রাণখানা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract