এলিয়েন
এলিয়েন


ওরা নাকি আসে
দুধ-সাদা জোৎস্নায় পিচ-কালো রাতে
ওরা নাকি আসে
নিঃশব্দে ছেয়ে থাকে গ্রামে গ্রামে শহরে শহরে
দেশ-দেশান্তরে
ওরা নাকি আসে
মানুষ ধরতে
ভালবাসে মনুষ্যত্ব চুষে খেতে
ওরা নাকি আসে
কালও নাকি দেখা গেছে ভৈরবী মাঠে
আচমকা ঘুম ভেঙে অনাদি দেখেছে উঠে….
ওরা খোঁজে
চিরুনী তল্লাশি চালায় তল্লাটে তল্লাটে
ওরা খোঁড়ে খুঁড়তে থাকে গোটা পৃথিবীকে….
পায় মানুষ কোটিতে কোটিতে
মনুষ্যত্ব পায় না
ওরা নাকি আসে
আর নিরাশ ফিরে যায় আপন গ্রহে ?