STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Fantasy

2  

Sayandipa সায়নদীপা

Fantasy

একটা তুই চাই

একটা তুই চাই

1 min
940

বিষয় - প্রপোজ ডে


আমার একটা তুই চাই।

ওই যে,যে মাটি সুদূর আকাশ থেকে ভেসে আসা

বৃষ্টি কণাটাকে সযত্নে বুকে লুকিয়ে রাখে

আমার সেইরকম একজমি মাটি চাই।

আর ওই যে কাঁটাটা 

যে নিজের বাহুডোরে সুরক্ষার আশ্বাস দেয় গোলাপটাকে,

আমার ওই কাঁটাটার আশ্বাস চাই।

সাদা মেঘে রোদ্দুরের মিশেলে

যে রামধনু রঙ নিয়ে আসে আকাশ জোড়া হাসি,

আমার ওই রামধনুটাকে চাই।

যে বৃষ্টিফোঁটা কচুপাতার কোলে শুয়ে

বন্দি করে প্রকৃতি,

আমার ওই বৃষ্টি ফোঁটা টাকে চাই।

যে পাহাড় ঝর্ণার সাথে সঙ্গমে সৃষ্টি করে নদী

পৌঁছে দেয় ভালোবাসার গান দেশ থেকে দেশান্তরে,

আমার সেই পাহাড়টাকে চাই।

আমার একটা তুই চাই।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy