একলা
একলা


মেঘলা আর একলায় বড়ো নিবিড় যোগ,
একলা মেয়ে মেখলা পরে নাচা যে তার রোগ।
সকাল থেকে সন্ধ্যে হোলো দুপুরখানা গায়েব,
ও মেয়ে তোর পাহাড়চচূড়োয় মেঘের বাবুসায়েব।
তবু তুই একলা যাবি মেখলা পরে মেঘলা ধরে আনতে?
মেঘবাবু যদি মেঘবালিকা ছেড়ে ছোঁয়ায় হাত তোর মেখলাপ্রান্তে?
করবি কী আর, মরবি কেঁদে, মেঘলায় একলাই!