একেই কি বলে সভ্যতা
একেই কি বলে সভ্যতা


মেঘ গুলো আর আসে না ভেসে এই শহরের দিকে
সবুজ রঙটা হারিয়ে গেছে ছবির খাতা থেকে।
গাছপালা নেই চারপাশেতে,খাল বিল কই গেলো !!
বহুতল আজ আকাশ ঢাকে, সঙ্গে নিয়ন আলো।
মাল্টিপ্লেক্স আর শপিং মলে শহর ছেয়ে গেলো
উন্নয়ন তো একেই বলে হচ্ছে সবই ভালো।
ছোট্ট শিশুর শৈশব আজ হারিয়ে গেছে হায়!
বই এর ভারে ,পড়ার চাপে দিন যে কেটে যায়।
মাঠ নেই তো খেলবে কোথায়? ছুটবে কোথায় ওরা?
প্রতিযোগিতার এই মাঠেতে ওরাই রেসের ঘোড়া।
ছুটছে দেখো ছুটছে সবাই উন্নয়নের মাঠে,
মনুষ্যত্ব বিকিয়ে গেছে আজকে পথে ঘাটে।
বিজ্ঞানের এই অগ্ৰগতি, সভ্যতার উত্থান
ধ্বংস হবে সব কিছু যে, ধ্বংস হবে প্রাণ।।