STORYMIRROR

Debdutta Banerjee

Others

4  

Debdutta Banerjee

Others

বাইশ গজের লড়াই

বাইশ গজের লড়াই

1 min
1.1K

সবুজ ঘাসের মাঠের মাঝে

বাইশ গজের পিচএ,

দশটি দেশের উত্তেজনা

কাপটি নেবে কে যে !!


দুই দলের এই ঠাণ্ডা লড়াই

বিশ্ব দেখে চেয়ে-

ব‍্যাট হাতে সে তৈরি যখন

বলটি আসে ধেয়ে।


ব‍্যাট বলেতে সঠিক ছোঁওয়া

বলটি গেলো উড়ে,

উত্তেজিত দর্শক সব

রয়েছে গ‍্যালারি জুরে।


ওই তো ছুটে আসছে যে বল

ব‍্যাটস ম‍্যানও রেডি,

একটি ছোট্ট ভুলের মাশুল

নড়ল তিনটি কাঠি।


আম্পেয়ারের হাতটি ওঠে

গ‍্যালারি তে প্রলয়..

চিৎকার আর উল্লাসেতে

কানটি পাতাই দায়।


খেলতে যখন নামবে এ দেশ

স্তব্ধ জনজীবন,

তিরঙা ওড়ে গ‍্যালারিতে

সবাই করে পন।


আনবে এদেশ ছিনিয়ে কাপ

এটাই সবাই চাই,

অভিনন্দন ভালোবাসা আর

শুভেচ্ছা জানাই।


বাইশ গজের নতুন লড়াই

দশটি দেশের মাঝে,

চারটি বছর পরে পরেই

ফিরে ফিরে আসে।।


Rate this content
Log in