Debdutta Banerjee

Others

3  

Debdutta Banerjee

Others

আমরা মানুষ !!

আমরা মানুষ !!

1 min
15.6K


আজ সকালে আকাশটা যে বিষণ্ণতায় মুখ ঢেকেছে,

এই শহরের মানুষগুলো আলোচনায় খুব মেতেছে।

ফুলের মতো ছোট্ট মেয়েটা, সাড়ে তিন ওর বয়স ওরে

যৌন-খিদা মেটাতে গিয়ে হাসপাতালে যুদ্ধ করে!!

মা নাকি তার সঙ্গে ছিল, সবাই বলছে সে ও দোষী

নিজের মা কি এমন করে ? জনগণ আজ ফুঁসছে রোষে

মেয়েরা কেন রাতে বের হয় ? কেন এমন পোশাক পরে ?

উস্কানি তো মেয়ে গুলো দেয় !! পুরুষ কি আর এমনি করে !!

এসব কথা বলতো যারা, জবাব তাদের দিতেই হবে।

মা এর কোলে ছোট্ট শিশু, দোষ কি তোমরা একেও দেবে?

যোনি পথ যার ভীষণ ছোট, দেড় বছরের ছোট্ট শিশু,

ব্লেড চালিয়ে কাটছে তাকে মানুষ রূপি হিংস্র পশু!!

রাতের বেলা মায়ের কোলে নির্ভয়ে সে ঘুমিয়ে ছিল।

হায়েনা গুলো কেন তবে তাকেও অমন ছিঁড়ে খেলো।

অঙ্গ যাদের হয় নি গঠন, শুধুই যখন ফুলের কুঁড়ি,

তাদের দেখেও কামার্ত হয়!! এমন পশু ভুরি ভুরি,

এসব নিয়ে কবিতা, গপ্প, মোমবাতিরও মিছিল হবে।

ছিন্নযোনি ঐ শিশুটি র যন্ত্রণা কি কমে যাবে?

আচ্ছা, ও কি পোশাক পরে ? উস্কানি কি দিতে পারে?

তবে কেন ওদের সাথেও এমন ঘটে বারে বারে?

কন্যা ভ্রূণ হত্যা কারী , আজকে তুমি ভীষণ মহান,

জন্মের আগেই বাঁচিয়ে দিলে কত মেয়ের মান সন্মান।

ধর্ষকটা লুকিয়ে আছে, শেলটার কে দিচ্ছে তাকে?

মনুষ্যত্ব তলিয়ে গেছে এই সমাজের নোংরা পাঁকে।


Rate this content
Log in