STORYMIRROR

Debdutta Banerjee

Romance Classics

3  

Debdutta Banerjee

Romance Classics

আদরবাসা

আদরবাসা

1 min
848

আজ সারারাত জ‍্যোৎস্না মেখে ভিজবি আমার সাথে?

করবো আদর সাধ মিটিয়ে তারায় ভরা রাতে।


গলতে গলতে গাঁথব মালা

আমরা দুজন দুঃখ সুখের,

বেদনা যত দিস ভুলিয়ে

আলত আদর এই চিবুকে,

নগ্ন শরীর চাঁদের আলোয় 

গল্প লিখুক আদর গাঁঁথায়,

নরম চুলের গন্ধ মেখে

তোর ভেতরেই খুঁজবো তোকে।


জ‍্যোৎস্না মেখে আদর স্নানে ক্লান্ত তুই আর আমি,

চিলেকোঠা সাক্ষী শুধু, গভীর এ পাগলামি।

ছেড়া ছেড়া ভোর আকাশে শুকতারা ঐ জ্বলে,

শহর ঘুমায়, দুটি শরীর গল্প শুধুই বলে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance