STORYMIRROR

যুবক অনার্য

Classics

4  

যুবক অনার্য

Classics

একদিন আগুন-সন্ধ্যা রাতে

একদিন আগুন-সন্ধ্যা রাতে

1 min
294

একদিন আগুন জ্বালিয়ে যাবো চলে

যেখানে যায়নি কেউ কোনোকালে


সারা গাঁয় ছড়ানো কথামালা

প্রাতিষ্ঠানিক গন্ধ লুকিয়ে এখানে কতো কেউ উৎকর্ণ

হেঁটে চলে,লুকোচুরি গোল্লাছুট চলে অগোচরে

এ তল্লাটে তল্পিতল্পাসহ কারা এসে জুড়েছে উড়ো হয়ে – পরিযায়ী পাখিদের মতো।


রহস্যদঘাটনকারী পৃথিবীতে আজ এই যে

মিথ্যে বাস্পে সাজানো মেঘ, বর্ষীয়সী রূপবতী সামন্তবাদী ট্রেনের হুইসেল

জোছনার করতলে তুমুল অন্ধকারে

ফুটে আছে এই যে বেদনামালা,পূরবী স্যানাল ৫ বাই ৭ ক্ষরণের ঘুপচি পাড়া – অপেক্ষায় কাটানো প্রহর

নির্ঘুম পাটাতন

তবে কি আসবে না ভোর!


না, এখানে ভোর নেই নিদ্রা নেই

রুদ্ধদ্বার- লিখে রাখা নিষেধাজ্ঞা -দেয়াল

কারাগার ঝুলে থাকা হুলিয়ার

করিডোরে এখানে আর ভেড়ায় না নোঙর আহত রৌদ্রের ডানা

এখানে নেই পিপিলিকা- সামান্য আহারসন্ধানী শ্রমশীল ঘাম নিয়ে তার,

কেবলি সংখ্যাগুরুবাদ, সাঁড়াশি হঠকারী – রাজার সংগে রাজার গল্পাচার

আর নাশতার টেবিলে রূপবতীগণ।


ভালোবেসে আমি বেদনার নাম দিয়েছি- লুকোনো দেরাজ

ভালোবাসা আমাকে দিয়েছে নাম – ঢেউয়ের সর্বনাশ – মোহনার বাঁকে।

একদিন আগুন জ্বালিয়ে যাবো চলে- জুড়েছে উড়ো হয়ে যারা- তাহাদের গোল্লছুট লুকোচুরি ভেঙে দিয়ে নীরবে হারাবো- যেখানে হারায়নি কেউ কোনো কালে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics