এই লগ্নে
এই লগ্নে
এই লগ্নে হয়তো মানুষ বুঝতে পারবে
আসলে আত্মীয়-স্বজন আমরা যে কেউ কারো নই
আমরা আসলে ভীষণ রকম একা সবাই।
সেটা আমরা জানি অথচ মানি না
সেটা আমাদের এক রকমের মনের অসুখ।
আজতো পৃথিবী ভীষণ রকম অসুখে ভোগছে
কঠিন মরণব্যাধিতে আক্রান্ত সে,
চিকিৎসা নেই ওষুধ নেই
সাবধানতা অবলম্বন করলে বাঁচা যাবে
তাতেও আপত্তি।
চতুর্দিকে শুধু মৃত্যু মিছিল
বীভৎস ভয়ানক আর্তনাদ
হাহাকার আর বুকফাটা কান্না
ঘর বন্দী সব সবাই খুব একা।
চারদেয়ালে নিজেই নিজের বন্ধু
ভীতসন্ত্রস্ত সকল মন,
হয়তো থেমে যাবে জীবনের গান
সকল স্বপ্ন ইতি টানবে এই ক্ষন।
সব অন্ধকার মিলিয়ে যাবে
মৃত্যু উল্লাসে ফেটে পড়ছে।
