দুগ্গা পূজা
দুগ্গা পূজা
মা দুগ্গা কদিন পরেই আসবেক দেখ ,
সঙ্গে লিয়ে লক্ষ্মী , সরস্বতী কার্তিক আর গোনা ।
বেদিটাতে বসবেক দারুন করে সাইজে,
পরবেক দেখবি গায়ে কত সোনা ।
আমাদের সব ছিলা পিলা উটছে কত মাইতে,
ছাতিটা আমার কষ্ট জাইছে ফাইটে ।
এত ডাগর পরব বটে , ছিলাগুলার একটাও নাই জামা জুটে ।
তুই নাকি মা মর্তে আসিস,
দুখগুলাকে মুইছে দিতে,
বৈলতে পারিস কবে আমাদের
অভাব গুলা ,
গোড়া থাকেই যাবেক মুইচে ।
তর নাকি মা দুইটি চোখ সমান,
তবে কেন গাদা গাদা দিয়ে করলি বড়লোক উদের,
কেনেই বা সবটুকুন করে কাড়ে লিয়ে করলি ভিকারি হামদের ?
তুর কাছে মা চাই নাই আমরা দেদার নোট আর সোনার গইনা,
হামরা মাড় ভাতেই লাফায় উঠি, উটাও কেনে আজ জুটেনা ?
ঝড় বদলের দিনে কুইড়া ঘরটা গেল পইড়ে , ললাটে দিলি হাত ঘরের কর্তাগুলা,
উন্যদিকে ভাইলে দেখ মা, জমিদারদের সোনায় মুড়া চালচুলা ।
তর দেখা কি পাবো মা , দরের জামা না পৈরলে পরে,
তবুও তুকে বলছি মা আসিস তুই এই হাভাতির ঘরে ।
জাম জাম পেসাদ না পারি তুকে দিতে তুর পুজার লাইগে,
জাইনে রাখিস মা গরীব হলেও
তর জন্যে বুকভরা ভক্তিটা মনে জাইগে ।
