STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy Inspirational

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy Inspirational

দৃষ্টি আর দৃশ্য যখন একটি নাম

দৃষ্টি আর দৃশ্য যখন একটি নাম

1 min
222

যদিওবা বলার মতো তেমন কোনো বিশেষ বিষয় ছিলো না

তবু অনর্গল কথা বলা। 

এই যে তিব্র নেশা তাতে আজকাল 

নিজেই দাড়ি কমা সেমিকোলন লাগাই। 


এই যে গ্যাহেরি জিন্দেগী যেখানে 

নিজের কথা নিজে শোনার সুযোগ কমে যাচ্ছে,

পাড় থেকে দাঁড়িয়ে দেখেছি কী কখনো 

কিভাবে বিক্রি হয়ে যায় মানুষের মাথা? 

শেয়ার মার্কেটে তার দাম ধার্য্য করা হয়েছে কিনা? 

নাকি অবহেলায় ফেলে রাখা আছে কোন একটা কোণে। 


এই যে একদৃষ্টে চেয়ে থাকা, অপলক নজর 

কবিতার খাতায় ধোঁয়া ধোঁয়া আলো

আলাদা করে কিছুই কী আর নজর কাড়ে না?

 

হয়তো তারাই শ্যেনদৃষ্টিতে তাকিয়ে থাকে আমার ফিকে চোখের দিকে একটু কথা বলবে বলে

 

আজ নিঃস্ব হবার পর আমার জন্য এই কথা বলাটা জরুরি হয়ে পড়েছে।


আমি দিন থেকে রাত পেরিয়ে, হেঁটে গেছি ছুটে গেছি 

তাকাতে ভুলে গেছি তাদের দিকে যারা অবান্তর কথা বলে বলে আমায় জাগিয়ে রেখেছিল মৃত্যু পর্যন্ত। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract