দলছুট আর গল্পকথা
দলছুট আর গল্পকথা

1 min

498
চাঁদ বললে গল্প করি,
ভালোবাসার অঙিনায়;
শূন্য মনে হিসাব কষায়.....
চক্রব্যূহের সীমানায়।
পথিক ভেবে মনপ্রাচীর,
আশার বাণী শোনায় না;
প্রদীপ আলো নিবলো ভেবে....
নেই তো কোনো ঠিকানা।
বিধির বিধান ছেঁড়া পাতায়,
জড়িয়ে আছে জীবন ভরে;
আকূলপাথার শূন্য হিসাব.....
প্রতিধ্বনির অহংকারে।
চাঁদের কোলে মাথা রেখে,
সর্বনাশের অঙ্গীকার;
ফুল ফুটিয়ে বাতাস গন্ধ.....
মন পাখীটার হৃদয়ভার।
গল্প করার রঙীন মন,
ইচ্ছে করে উড়তে যাই;
ছোট্ট ডানা পায় না ভেবে...
আকাশ মাটি কোনটা চাই।
হায়রে জীবন শুকনো হৃদয়,
ভাবনা শুধু আসল নকল;
আকাশ পানে শৃন্য মনে....
ছড়িয়ে পড়ে স্বপ্ন সকল।