Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

Jagbandhu Paul

Abstract

2  

Jagbandhu Paul

Abstract

স্বপ্নরা বেঁচে থাক

স্বপ্নরা বেঁচে থাক

1 min
282


শরীর দুলে উঠুক .....

পঞ্চপাপের অভিশপ্ত চিৎকারে,

ক্ষত বিক্ষত দুই হাতের তালু;

মন্দির মসজিদ আর গির্জার আলো নিভে যাক।


রাস্তা ছোটো হোক.....

শিশুরা পা ফেলে পৌঁছে যাক,

ছুঁয়ে দেখুক শব্দহীন শরীর;

ভবিষ্যত নিয়ে নিজের মুর্তি গড়ুক স্বপ্ন নীড়ে।


জন্ম হোক শীতলতার.....

অসার নিশ্চয়তার মৃত্যু হোক,

ফিরে আসুক সবুজ অরণ্য;

গল্পের সীমানাহীন বন্ধনে খুঁজে নিক নিজস্বতা।


আকাশের তারারা গান গায়......

অবুঝ মন তবু সায় দেয় নি,

ধ্রুবতারা পথ দেখায় আমৃত্যু;

চিৎকার করা শকুনের ঝাঁক অপেক্ষারত।


কালো চিন্তার উড়ন্ত মেঘ.....

হুহ বাতাসের ফুৎকারে উড়ে যাক,

সমুদ্রের অমোঘ গর্জন আসুক মনে;

সাদা চাদরে শিশুরা ঘুমাক পড়ন্ত বিকেল বেলায় ।।



Rate this content
Log in

More bengali poem from Jagbandhu Paul

Similar bengali poem from Abstract