জেগে ওঠা।।
জেগে ওঠা।।


যেতে হবে বলেই যেন আসা
নিরাময় নিরলস ইতিহাস কথা,
কিভাবে ছাড়াবে বলো সেইসব
ভাবনার অলংকারে অসহায় ব্যাথা।
জগতের ইচ্ছার স্মরনীয় কাল
প্রচ্ছন্ন অবান্তর কালো রাত,
জিজ্ঞাসার লালসা আজ তাই
জীবনের অজীর্ণতায় কুপোকাত।
যাবার বেলায় নতুনের আবাহন
নেই কোনও অবিশ্বাসের স্তূপ
চলার পথের সীমানা প্রান্তরে
সেজে উঠুক সে যেন অপরূপ।
আবারো দিনগুলি ফিরে চায়
স্বপ্নমুখী প্রত্যয়ের আশা
যাই যাই করে পদচিহ্ন ফেলে
জেগে ওঠে সুখস্মৃতির ভালোবাসা।
কে আছো ওগো পথসাথী
মিলনের সেই দিনক্ষণে
যাবার বেলায় কথা বলো
নাইবা থাকলে নিজ মনে।