STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

দিন বদল

দিন বদল

1 min
238

দিকে দিকে জ্বলেছে আগুন,

উঠেছে কালো ধোঁয়া,

আকাশ বাতাস হয়েছে বিষাক্ত,

ত‍্যাগ করতে হয়েছে পুরানো সব মায়া।

নিঃস্ব হয়েও মেলেনি মুক্তি,

শূন্য হয়েছে শত সহস্র মায়ের কোল,

চারিদিক জুড়ে করুন আর্তনাদ,

আমরা চাইনি এই রকম বদল।

কত নীরিহ প্রানের বিনিময়ে,

টানা হয়েছে দিন বদলের সীমারেখা,

খুশির জোয়ারে ভাসেনি জীবন,

রক্তের আলপনা হয়েছে আঁকা।

কষ্টেরা জমাট বেঁধেছে বুকে,

হারিয়ে গেছে মুখের ভাষা,

ক্ষুধার্ত শিশু উঠেছে কেঁদে,

মনের কোনে ভয় করেছে বাসা।

পুরাতনকে পিছনে ফেলে,

নতুন ভাবে সব উঠেছে গড়ে,

তবুও কোথায় যেন থেকে

গেছে নাড়ীর টান,

যতই শিকড় যাক উপরে।

বলতে আজ আর নেই দ্বিধা,

আমি তোমায় ভালোবাসি,

দিন বদলের সীমারেখা পারেনি

কিছুই ভোলাতে,

আজও তোমায় দেখি

যখন খুলি বন্ধ মনের আরশি।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract