STORYMIRROR

Njh Y

Tragedy Classics

4  

Njh Y

Tragedy Classics

দিবালোকে দস্যু

দিবালোকে দস্যু

1 min
347


নিজ মায়ায় ছন্নছাড়া হয়ে কখনো

কঠোরতাকেই নিয়েছি বরণ করে।


কখনো নীলকমল হওয়ার আকাঙ্ক্ষা রাখি নি!


সাত-সকালের প্রভাত দেখে স্বভাব কবির মুগ্ধতা,

চোখে পড়েছে!


নিজ হতে হইনি,

ততটাও বিভোর।


শুনেছি,

নবীনতরের হাঁসি উৎফুল্ল।

তবে,

নিজে কখনো অতটা ভাবিনি!

প্রয়োজনীয়তা ছিল তবে অবহেলাকেই করেছিলাম বারংবার আবিষ্কার!


শুনেছি,

মাছে-ভাতে বাঙালি।

আমিতো ওপারের সংস্কৃতিতেই আবিষ্কার।


তাই বলি কি!


আমাকে নিকটে বরং,


রঘু ডাকাত না আওরিয়ে

দিবালোকে কোন দস্যুর কাহিনীই বলো!



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy