STORYMIRROR

SUBHAM MONDAL

Classics Inspirational

4  

SUBHAM MONDAL

Classics Inspirational

দ্বিতীয় সূর্য ( স্বামীজির প্রতি )

দ্বিতীয় সূর্য ( স্বামীজির প্রতি )

1 min
332

আমাদের জীবন দাতা! জীবের জীবন বাতি 


আমার প্রদীপ জ্বালাও তুমি নিত্য সকালরাতি। 


প্রেরণা জাগাও হে প্রভু তুমি মােদের সকল কাজে


 হৃদয় জুড়ে রাজ তুমি, আছ চিত্ত মাঝে।


 তুমি মহারথী চালনা করিছ জগতের মহারথ 


তােমার নির্মল ও মুক্ত বাণী গড়িয়াছে অমৃতপথ।


তােমার আশিসে উদ্বুদ্ধ হয়ে কত মহাবীর উঠেছে, 


তােমার ডাকেতে কত মহারথী সবকিছু ফেলে ছুটেছে। 


সূর্য যদিও রাতের গভীরে দেয় কখনও পাড়ি 


তবু তুমি আছ, আমাদের পাশে সূর্য হয়েই জ্বলো


অন্ধকারকে মুছিয়ে দিয়ে আলাের মন্ত্র বলাে।


সূর্যের মতাে তেজদীপ্ত, দৃপ্ত তােমার দৃষ্টি 


হীরকের মতাে উজ্জ্বল ও তীক্ষ্ণ তােমার দৃষ্টি। 


তাই, প্রণমি তােমায় হে দ্বিতীয় সূর্য,


সূর্যেরই তুমি তুল্য।


ভারতবর্ষ কভু ভুলিবে না তােমার দানের মূল্য।


Rate this content
Log in

Similar bengali poem from Classics