দাবি
দাবি


দাবি ছিল, একটা একলা আকাশ,
এক মুঠো নরম বাতাস,
আর শেষ দুপুরে, লম্বা হয়ে আসা গাছের ছায়ায়,
দুঃসাহসী স্বপ্ন দেখার হাতছানির।
তবুও রং বেছে নেবার খেলায়, অকপট অনিচ্ছা,
পথ আটকে দাঁড়িয়েছিল,সেই নির্দোষ দাবির।
নরম বাতাসে, মিশে গেছিলো,
দমবন্ধ করা, ঘন ধূসর বারুদের গন্ধ।
শেষ বিকেলের আকাশ আজও
লজ্জাবনত প্রেয়সীর মতোই রক্তিম।
কিন্তু সেই আকাশে, নেই আর স্বপ্নের হাতছনি।
গুমরে ওঠা ধোঁয়ায়, আবছা হয়ে আসা চোখে,
এখন শুধুই নোনা জলের শুকনো জলছবি।
দাবির দাবিকে,দাবিয়ে দেওয়া,
বিজয় মিছিল গেছিলো যে পথে,
আজ তা আবির রাঙা।
আর সেই লাল পথের ধুলোয়,
একটা ময়লা, ছেঁড়া সাদা আঁচল,
আজও খুঁজে বেড়াই হারিয়ে যাওয়া রক্তের দাগ।