দাবানল বন
দাবানল বন


অতৃপ্তির ঘ্রান মেখে চেয়ে রয় মন
ধোয়াঁশার মায়াজালে।
পথ হারিয়ে গেছে অনেকদিন
বনস্পতির দাবানলে।
জীবন ঘেন্না আর উন্মাদের চিৎকার ;
অতৃপ্ত নয়নে বাস্তুহারার ধিক্কার।
কথা আসে ফিরে যায় চিন্তা নিরাকার
অস্ফুট ভাষাহীন স্বপ্নের অধিকার।
অধীর আগ্রহে আর বসে থাকে না জীবন-
প্রাণ আছে নেই তার মন।
উড়ে গেছে অনর্গল প্রেতাত্মার দেশে
অসুখী অসুস্থ দাবানল বন।