STORYMIRROR

Paula Bhowmik

Inspirational

3  

Paula Bhowmik

Inspirational

চোরকাঁটা ডে

চোরকাঁটা ডে

1 min
185

আহা ! হুররে ! আজ মজার দিন, "চোরকাঁটা ডে"! 

সার সার ছেলে মেয়ে নীল সাদা পোষাকে,

কে কত বেশি চোরকাঁটা তুলতে পারে? দেখিয়ে দে!

প্রমাণ করার বিশাল সুযোগ! 

কেউ নই ফাঁকিবাজ বা একেবারেই অকেজো। 

সকলেই যে আমরা দুর্দান্ত কেজো!

বরং যারা পড়াশোনা়য় একটু যেন দুর্বল, 

এদিন কিন্তু তারাও যেন মনে মনে দেয় গোল। 

একদিনেই পুরো মাঠ হয়ে যায় একদম সাফ,

চোরকাঁটারা যেন হাঁফ ছেড়ে বলে, বাপ রে বাপ!

আমাদের হাতে নেই যে ওদের কারো নিস্তার।

মুখে চওড়া হাসি, আমরা যে ভীষণ ভালোবাসি!

অদ্বিতীয়া, আমাদের সেই পি টি সিস্টার।

মোটা সোটা চোরকাঁটার বোঝা দেখিয়ে

তাঁকে যে আমাদের আরও খুশি করা চাই,

মনে মনে অবশ্য একটাদিন, পড়া হতেও পিঠ বাঁচাই।

শেষ বেঞ্চের স্টুডেন্ট দেরও আজ কোনও ভয় নেই,

নেই কোনো শাস্তির বিধান, আজ যে সমান সকলেই। হাত হয়তো একটু লাল হয় তাতে কি?

এমন আনন্দ আরও একবছর পাবো কি ! 

একটি বছর ধরে সকলের সামনে, অথচ অগোচরে,

ধীরে ধীরে বেড়ে উঠে ওদের সাদা ফুল ফুঁটে উঠবে!

তারও কত পরে ধানের মতো ছোটৌ ফল ফলবে।

ধানের শুং এর মতো আরো ছোটো কাঁটা গুলো,

আমাদের সাদা মোজায় বিঁধে খচখচ করবে।

নীল স্কার্ট থেকে মা বেছে বেছে তুলে দেবে।

তবেই তো চোরকাঁটারা সকলের নজরে আসবে,

মাঠে ওদের অস্তিত্ব স্কুলের সকলকে মনে করাবে!

তখন কোনো একদিন হঠাৎ পড়া থেকে ছুটি হয়ে,

আবার আমাদের এই খেলার মতো খেলা! 

দারুণ মজার হৈ হৈ করা "চোরকাঁটা ডে" হবে। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational