STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

চলো যাই ...🌿

চলো যাই ...🌿

2 mins
318

#ডায়েরির খোলা পাতা


আজ ভেবেছিলাম যাবো একবার জঙ্গলে -       সেই সুন্দরবন থেকে রওনা দিয়ে ,               বাঁকুড়ার ঘোড়া আর জঙ্গলমহল পেরিয়ে      চলে যাবো ডুয়ার্সে। চোখ ভরে দেখবো শুধু  প্রকৃতির অপরূপ রূপ।                  জঙ্গলের মায়াবী রূপ আর পাহাড়ের হাতছানি।যেখানে পাহাড়ের গলা জড়িয়ে               রাস্তা এঁকেবেঁকে পথ চলে।                  আমি সেখানেই যেতে চাই তোমায় না বলে।

পাহাড় আর জঙ্গলের গোপন যে সুর

তোমার নেই হয়তো জানা,

কিন্তু আমি জানি।

গন্ধ পাই সেই ঘন বনের সোঁদা , ভিজে অনুভূতির।

স্মৃতিরা ভিড় করে,

জলের কণা, শ্যাওলার শীতলতা, আর ব্যাঙাচির গান

সব মিলিয়ে এক প্রবল জঙ্গুলে টান,

যেন এক ভানুমতির খেল।

ভালো লাগা, মন্দ লাগার পিঠোপিঠি চলাচল,

ঋভু- কুর্চির প্রেম, মহুয়ার গন্ধ, আর          দোবরু পান্নার গল্প

আজ সব মিলে মিশে হয়েছে একাকার।

 

তবু বারবার মনে হয়

চলো যাই পাহাড়ের দেশে, যেখানে থেকে।       যায় না দেখা কিছু , অথবা চলো যাই তরাই , বা ডুয়ার্সের বনে ,

মন যেখানে মেলে পাখা সুদূর আকাশের পানে।

চলো যাই অনুভবের ভাবনায়, ভুবন ঘুরে আসি -

নীল আর সবুজের সমারোহেই                 যে থাকতে ভালোবাসি ।

হলো মিল ছন্দে- সুরে, কবিতা আর জঙ্গলে

হালকা পায়ে হেঁটে আর আসা- যাওয়ার মাঝখানে।

এবার কবিতা হল শেষ, স্বপ্নেরা বেড়াতে বার হয়

কল্পনার পাখায় করে ভর। জানি কোনোদিন যদি

মানব সভ্যতা ছিন্নভিন্ন হয়ও,

প্রকৃতির সন্তানেরা থাকবে আদি, অকৃত্রিম।

তাই বলি, চলো যাই

প্রকৃতির টানে। হেথা নয়, হোথা নয়,

অন্য কোথাও, অন্য কোনোখানে।। 


(কলমে-পিয়ালী মুখোপাধ্যায়)



Rate this content
Log in

Similar bengali poem from Abstract