চলে গেছে ঢোলওয়ালির দল
চলে গেছে ঢোলওয়ালির দল


ওরা গান গেয়ে চলে গেছে
চলে গেছে ঢোলওয়ালির দল
মেঘ, নদী ওরাও নেই
কুমুদ সহজেই চিনে নেয় রাজপথ
আর কিছুক্ষণ পরেই ফিরব বাড়িতে
ফিরেই দেখলাম, কোথাও কোনো বৃষ্টি নেই।
ওর মুখ জুড়ে যেন বনের এক রং লেগেছে
খুব ফিকে।
ওরা গান গেয়ে চলে গেছে
চলে গেছে ঢোলওয়ালির দল!