চকোলেট ডে
চকোলেট ডে


"তোমাকে ভালোবাসি"
নির্দ্বিধায় বলতে পারব না আজ!
ক্ষণিকের দৃষ্টি বিনিময়ে অর্জিত নবান্নে পরমান্ন সম্পন্ন হয় না;
ক্ষণিকের আলাপচারিতায় প্রেমের প্রগাঢ় অনুভূতি জাগ্রত হয় না,
ইঙ্গিতের পাশাপাশি আত্মিক সম্পর্ক হৃদয়ঙ্গম করতে হয়।
দীর্ঘদিন একসাথে চলতে হয় প্রকৃত সম্পর্কের মেরুকরণ বুঝতে,
দীর্ঘায়িত পথের পাঁচালীতে বন্ধনের সংবিধান শিখতে হয় অবশেষে।
সংশোধনের দ্বার উন্মুক্ত ক'রে দিয়েছি প্রথম দর্শনেই,
উদ্দেশ্য বা অভিসন্ধি কিছুই রাখিনি উন্মুক্ত ভালোবাসায়,
ঋণের মাঝে ঋণী হতে চাই তোমার শাশ্বত প্রেমের অর্ঘ্যে।
সংশয়ের অবকাশ রাখতে চাই না এই নিবিড় ভালোবাসায়,
আজ শুধু চকোলেটের মাঝে খুঁজে দেখো প্রেমের অনুভূতি!
মিষ্টি উপহারের মিষ্টত্ব চকোলেটেই আবদ্ধ থাক আজকের দিনে।