চকোলেট ডে (আদুরে চকোলেট)
চকোলেট ডে (আদুরে চকোলেট)


আবেশেঘন নিবিষ্ট ছোঁয়ায় আসক্ত আমার শহর,
একমুঠো আশকারায় প্রেমিক হৃদয় খোঁজে প্রশ্রয়;
ভালোবাসা লেগে থাকে আলসেমির শীত-বসন্তে -
তরুণ যুগল ক্রমে ছোঁয় ডায়বেটিস মাখা প্রৌঢ়তা,
প্রিয় চকোলেটেই বছর গোনে বয়সী ইচ্ছের ঘুড়ি।
পারস্পরিক অনুভূতির আবদারে আদুরে চকোলেট,
মিষ্টি স্বাদে রসনার তৃপ্তি আর অ্যান্টি অক্সিডেন্ট;
গলে যাওয়া উষ্ণ ভালোবাসারা থাকুক যেন এমন,
চকোলেটের আদরে ওয়েফার জড়িয়ে থাকে যেমন।
লেগে থাকুক ঠোঁটে ভালোবাসার আস্বাদ,
বয়ামবন্দী প্রেমে চিরন্তন ভরসাটা নিখাদ।