STORYMIRROR

Priyanka Bhuiya

Classics

3  

Priyanka Bhuiya

Classics

চকোলেট ডে (আদুরে চকোলেট)

চকোলেট ডে (আদুরে চকোলেট)

1 min
347

আবেশেঘন নিবিষ্ট ছোঁয়ায় আসক্ত আমার শহর,

একমুঠো আশকারায় প্রেমিক হৃদয় খোঁজে প্রশ্রয়;

ভালোবাসা লেগে থাকে আলসেমির শীত-বসন্তে -

তরুণ যুগল ক্রমে ছোঁয় ডায়বেটিস মাখা প্রৌঢ়তা,

প্রিয় চকোলেটেই বছর গোনে বয়সী ইচ্ছের ঘুড়ি।


পারস্পরিক অনুভূতির আবদারে আদুরে চকোলেট,

মিষ্টি স্বাদে রসনার তৃপ্তি আর অ্যান্টি অক্সিডেন্ট;

গলে যাওয়া উষ্ণ ভালোবাসারা থাকুক যেন এমন,

চকোলেটের আদরে ওয়েফার জড়িয়ে থাকে যেমন।


লেগে থাকুক ঠোঁটে ভালোবাসার আস্বাদ,

বয়ামবন্দী প্রেমে চিরন্তন ভরসাটা নিখাদ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics