ছড়া
ছড়া
বাংলা আমার মায়ের ভাষা
কান্না-হাসির প্রাণের আশা ,
দিন-মজুর-মাঝি-চাষা
বাংলা সবার মায়ের ভাষা ।
যে ভাষাতে হাসতে পারি
গাইতে পারি গান ,
রক্তে আনা মায়ের ভাষা
বিশ্বজুড়ে তাঁরই মান ।
বাংলা আমার মায়ের ভাষা
কান্না-হাসির প্রাণের আশা ,
দিন-মজুর-মাঝি-চাষা
বাংলা সবার মায়ের ভাষা ।
যে ভাষাতে হাসতে পারি
গাইতে পারি গান ,
রক্তে আনা মায়ের ভাষা
বিশ্বজুড়ে তাঁরই মান ।