চরৈবেতি
চরৈবেতি


তবুও আমাকে যেতে হবে, ক্ষতবিক্ষত শরীরে
এই সময়ের ভেতর দিয়ে যেতে হবে ,
রাতের জ্যোৎস্নাকে ভেঙে, উৎকর্ণ জন্তুর মত
সমস্ত স্তব্ধতাকে ছিঁড়ে ,
তবুও আমাকে যেতে হবে
একটি কবিতার জন্য আমিও তো কলম ধরেছি--
একটি সাদা কাগজ তার বুকে কবিতার সম্ভাবনা
নিয়ে নিরন্তর ডেকে চলেছে
আমাকে যেতেই হবে ।
থেমে যেতে তো আসিনি ,
এ আমার গন্তব্য নয় ;
এই সময়ের ভেতর দিয়ে ,
এই আবর্তের
ভেতর দিয়ে চলে যাব
ধীরে ধীরে
বহুকাল ধরে --
কয়েকটি প্রজন্ম ধরে।