STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৮

ছায়া ছায়া সত্যি ৮

1 min
252

অনেকটা দূরের থেকে ল্যাজ মুন্ডু ধড় সব বরাবর

অঙ্কে পাওয়া বেখাপ্পা একটা গোল্লা

এতো পেন-রাগ, এতো দুঁদে দুরছাই!

হৃদয়, না-হৃদয় মুচড়ে ফেলে দুদ্দাড় ছুটন্ত মানুষ

এতো প্রিয় এতো সুড়সুড়ি এতো সুস্বাদু ফুলশয্যা!


কেউ কেউ অনেকগুলো রাত ঠকে

কোনো এক ভোরে কেউ দেখে সঙ্গী বে-বাড়ি

রাগে ঘেন্নায় প্রতিটা কাজে ছায়া ছায়া সত্যিগুলোর উঁকিঝুঁকি 

সংশয় সন্দেহ জেগে বসে খায় আস্ত সন্তানে!


মন শরীর কালো গোলাপ, অকারণ বিশ্বাসে একঠেঙে 

ঘর ঘর গান্ধর্ব প্রতিষ্ঠায় যা কিছু বলা, সে সব না-মন্ত্র

ছাপোষার দুধ কাটার রহস্যের মতো সব কিছুই ধাঁধালো 

কোথাও কোথাও যদিও যথার্থ মনস্তাপ বস্তুতঃ খাড়া



Rate this content
Log in

Similar bengali poem from Abstract