STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩৭

ছায়া ছায়া সত্যি ৩৭

1 min
235

অস্থিরতা গটমট করে মনে এসে বসে

তখন কেমন হয় জানো?


আমাশায় ভোগো নি তুমি কোনকালে

লোকভর্তি বাস থেকে নেমেছি কতদিন


ছুটতে ছুটতে ঘামতে ঘামতে একদিন বাথরুমে ঢুকি

সাংস্কৃতিক সম্পাদিকা তুমি এখানেও, হায়!!


রাত কলেজে অনার্সে ক্লাস করছে একজন

সপাটে বন্ধ দরজা তাই


আমি তোমার কোন বাবার ভাই?

স্যার বলাতেই ব্যস্ত বড়বাবু


স্টুডেন্টের ভাই বলে টিবির ওষুধ দিতেই হবে?

এম ও সাহেবেরও ক্ষমতা প্রয়োগ হয়


অস্থিরতা আমাকে কান ধরে ওঠায় বসায়

সঙ্ঘবদ্ধতাই শক্তি এটাও শেখায়


শিখি আর কই?

ছিন্নভিন্ন হই, অতি অবাস্তব হিরো হিরো ভাব।


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Abstract