ছায়া ছায়া সত্যি ১২
ছায়া ছায়া সত্যি ১২
হাহাকার ঘিরে থাকা মানুষের পিঠে হো হো হাসি
তথাপি বাইরে নোনা ঝড় এবং কপাট বন্ধ, বন্ধ কথাও
নিজে এবং নিজে আজও ভকভক ভকভক গন্ধে
পথটায় এত মন-কঙ্কালের কোঁ কোঁ, ধেঁধে গেল মণি!
কত কথা বেমালুম ভুল জায়গায় মারলো ঝাপটা
পাখিরা শিস ভুলে ওড়া ভুলে মাটিতে মাখায় মায়া
সত্যি পয়লা বৈশাখের লালাফুলের সুবাতাস আর নেই
ছায়া ছায়া সত্যিগুলো দৈনন্দিন, একমাত্র কাঁপায় স্মৃতি
স্মৃতি কি? ছাই ভস্ম, সম্মীলিত ধূপ পোড়া আবর্জনা
কিংবা ধাপার পাশে শুয়ে থাকা জঞ্জাল পোড়া কুবাতাস
অতীত বর্তমান ভবিষ্যৎ নিজেরাই মোলায়েম কোস্তাকুস্তি
নাচো নাচো আর চলো ঝুপঝাপ ব্রিগেড হেডকোয়ার্টারে
কারও কারও জন্যে থাক নদী, কমনীয় সকালিক ফুল!
কারও কারও চোখ থাক ঘুমহীন, পাথরের মতো শুধুই চুপচাপ!
বালখিল্য ভালবাসা নয়, নয় খোদাই করাও সোনার জলে
জ্যোৎস্নায় জ্যোৎস্নায় মন কেমনেরা হুমড়ি খায় আছাড়িপিছাড়ি
